এক চাচা ভোট দেওয়ার পর বাইরে এসে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন

এক চাচা
ভোট দেওয়ার পর বাইরে এসে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন, ‘’বেটা তোমার চাচী কি ভোট দিয়ে চলে গেছেন?’’
পোলিং এজেন্ট লিস্ট চেক্ করে বলল, ‘’হ্যাঁ চাচা, চাচী ভোট দিয়ে চলে গেছেন।’’
তখন চাচা গভীর দুঃখের সাথে বলেলন, ‘’ইস যদি একটু তাড়াতাড়ী আসতাম তবে দেখা হতো।’’  
পোলিং এজেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘’ কেন চাচা? চাচী কি আপনার সাথে থাকেন না?’’  
চাচা বলেলন, ‘’বেটা আজ ৯ বছর হয়ে গেছে তোমার চাচী মারা গেছেন।’’  
কিন্তু প্রতিবছর ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যান কিন্তু কোনোদিন দেখা হয় না।😂😂🤣🤣