পাত্রীর জন্য ব্রাহ্মণ পরিবারের পাত্র খোজা হচ্ছে

পাত্রীর জন্য ব্রাহ্মণ পরিবারের পাত্র খোজা হচ্ছে। তো পাত্রীর অভিভাবক ঘটককে জিজ্ঞাসা করলেন ছেলেটি কেমন ?
- ঘটক : ছেলে খুব ভাল, এই মাঝে মাঝে একটু পেয়াজ খায়!
- অভিভাবক: ব্রাহ্মণ পরিবারের ছেলে পেয়াজ খায় !
- ঘটক: না না,ছেলে খুব ভাল। সে তো প্রতিদিন খায় না, ঐ যেদিন গরুর মাংস খায় সেদিনই একটু পেয়াজ খায় !
- অভিভাবক: কি? ব্রাহ্মনের ছেলে আবার গরুর....! 
- ঘটক: না না, ছেলে খুব ভাল। সে তো গরুর মাংস প্রতিদিন খায় না, ঐ যেদিন মদ টদ খায়, সেদিন একটু আধটু গরুর....। এমনিতে ছেলে খুব ভাল!!!
- অভিভাবক: সে কি ? সে আবার মদও খায় ?
- ঘটক: না না না , ছেলে খুব ভাল। সে নিয়মিত মদ খায় না, ঐ যেদিন পাশের গলিতে........ পাড়ায় যায়, সেদিন একটু মদ খায়। ছেলে খুব ভাল আপনার মেয়ে দিতে কোন অসুবিধা নেই।