নতুন বউ বিয়ের রাতে জামাইকে বলল,
— “দেখো, একটা শর্ত আছে। শর্ত না মানলে আজ রাতে কিছুই হবে না!”
জামাই তো অবাক! বলল,
— “ওমা! কি শর্ত?”
বউ লাজুক হেসে বলল,
— “তুমি যদি প্রথমে আমাকে হাসাতে পারো, তবেই শুরু হবে!”
জামাই একটু ভেবে বলল,
— “ঠিক আছে, তাহলে শুনো — এক লোক নিজের বউকে জিজ্ঞেস করল, তুমি কেন এত সুন্দর?”
বউ বলল,
— “তারপর?”
জামাই বলল,
— “বউ বলল — সুন্দর হলে কি হবে, কাজে লাগে না! জামাই তো কাজে লাগাই!”
বউ হেসে গড়াগড়ি! জামাই বলল,
— “দেখো, শর্ত পূরণ! এখন শুরু হবে!”
বউ মুচকি হেসে বলল,
— “বুদ্ধি আছে! এইবার শুরু করো, আমি হাসবোই হাসবো!”
সারারাত শর্ত আর হাসিতে বউ-জামাই দুইজনেই ক্লান্ত — সকালে শ্বশুরবাড়ি বুঝলো, জামাই এক রাতেই কত বুদ্ধিমান হয়ে গেছে! 😉