বউয়ের বিছানার শর্ত শুনে জামাই এক রাতেই বুদ্ধিমান!

 নতুন বউ বিয়ের রাতে জামাইকে বলল,

“দেখো, একটা শর্ত আছে। শর্ত না মানলে আজ রাতে কিছুই হবে না!”
জামাই তো অবাক! বলল,
“ওমা! কি শর্ত?”
বউ লাজুক হেসে বলল,
“তুমি যদি প্রথমে আমাকে হাসাতে পারো, তবেই শুরু হবে!”
জামাই একটু ভেবে বলল,
“ঠিক আছে, তাহলে শুনো — এক লোক নিজের বউকে জিজ্ঞেস করল, তুমি কেন এত সুন্দর?”
বউ বলল,
“তারপর?”
জামাই বলল,
“বউ বলল — সুন্দর হলে কি হবে, কাজে লাগে না! জামাই তো কাজে লাগাই!”
বউ হেসে গড়াগড়ি! জামাই বলল,
“দেখো, শর্ত পূরণ! এখন শুরু হবে!”
বউ মুচকি হেসে বলল,
“বুদ্ধি আছে! এইবার শুরু করো, আমি হাসবোই হাসবো!”

সারারাত শর্ত আর হাসিতে বউ-জামাই দুইজনেই ক্লান্ত — সকালে শ্বশুরবাড়ি বুঝলো, জামাই এক রাতেই কত বুদ্ধিমান হয়ে গেছে! 😉