ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া মেয়ের কান্ড শুনে দারোয়ান অবাক!

 ঢাকায় নতুন একটা ফ্ল্যাটে এক সুন্দরী মেয়ে ভাড়া থাকতে এল। প্রথম দিনই দারোয়ান সাহেব মেয়েটিকে দেখে ভেতরে ভেতরে হাসছে — নতুন ভাড়াটিয়া মানে অনেক গসিপ!

দারোয়ান রাতে পাহারা দিতে দিতে হঠাৎ শুনতে পেল মেয়েটির ফ্ল্যাট থেকে ফিসফিস শব্দ…

দারোয়ান কৌতূহলী হয়ে দরজার কাছে কান লাগিয়ে শোনে —

মেয়ে ফোনে বলছে:
“এই যে শুনো! কাল রাতে যা বলেছিলে, আজ সেটা করে দেখিয়েই ছাড়বো!”

দারোয়ান তো অবাক! ভাবছে, কি এমন গোপন কথা?

মেয়েটি আবার বলল:
“হ্যাঁ! প্রথমে হাত দিয়ে ধরব, তারপর না ছাড়লে জোরে টান দেব!”

দারোয়ানের মাথা ঘুরছে — ওরে বাবা, এ ফ্ল্যাটে কী হচ্ছে!

কিছুক্ষণ পর মেয়েটি আবার বলল:
“বাহ! দারোয়ান তো কিছুই টের পাচ্ছে না, এখন ভালো করে মাছ ধরি!”

দারোয়ান বুঝতে পারল — বেচারি মেয়ে মাছ ধরার গেম খেলছে!

বেচারা দারোয়ান নিজের ভাবনায় লজ্জা পেয়ে হাসতে হাসতে ফিরে গেল নিজের ঘরে — আর মনে মনে ভাবল, “কানের খবর রাখা বাদ দে বাবা!” 😉