হাসির ধামাকা: যা শুনলে আপনার চোখ কপালে উঠবেই!

এক লোক তার স্ত্রীকে বলছে, "জান, তুমি কি জানো আমি কেন তোমাকে এত ভালোবাসি?" স্ত্রী মিষ্টি হেসে বলল, "কেন গো?" স্বামী বলল, "কারণ তোমার মতো সুন্দর, বুদ্ধিমতী আর গুণবতী স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার!" স্ত্রী আরও খুশি হয়ে বলল, "আর কি?" স্বামী দীর্ঘশ্বাস ফেলে বলল, "আর তোমার মতো খরচ করা বউকেও সামলানো একটা চ্যালেঞ্জ, যেটা আমি বেশ উপভোগ করি!" স্ত্রী চোখ বড় বড় করে তাকিয়ে রইল, আর স্বামী মুচকি হাসল।