১️⃣ বউ: তুমি কি আমাকে সবসময় খুশি রাখতে পারবে?
স্বামী: হ্যাঁ! কিন্তু খুশি রাখতে গেলে আমাকেও একটু খুশি রাখতে হবে…😉
২️⃣ টিচার: ‘হার্ডওয়ার’ আর ‘সফটওয়ার’ এর মধ্যে পার্থক্য কী?
স্টুডেন্ট: স্যার, হার্ডওয়ার হলে কাজ হয়, আর সফটওয়ার হলে ভালো লাগে! 😆
৩️⃣ গার্লফ্রেন্ড: আজ রাতে ফ্রিজে কি রাখছো?
বয়ফ্রেন্ড: বরফ আর… তুমি চাইলে আমি তো ঠান্ডা হয়ে যাবোই! 😉
৪️⃣ প্রেমিকা: জানু, তুমি কিসের মত?
প্রেমিক: Wifi এর মত।
প্রেমিকা: কেন?
প্রেমিক: সবাই কানেক্ট হতে চায়, কিন্তু পাসওয়ার্ড তোমার কাছে! 😜
৫️⃣ বউ: রাতে কি খেতে চাও?
স্বামী: তুমিই তো আমার প্রিয়… রেসিপি! 😉