নতুন বউ বিয়ের পরে প্রথম রাতে জামাইকে ফিসফিসিয়ে বলল,
— “একটা গোপন শর্ত আছে, শোনো?”
জামাই তো ভাবছে কী এমন শর্ত! জিজ্ঞাসা করল,
— “বলো, কী শর্ত?”
বউ গম্ভীর গলায় বলল,
— “রাতের বেলা তুমি যদি জোরে হাসো, তাহলে আজ কিছুই হবে না!”
জামাই বলল,
— “আরে! হাসবো কেন?”
বউ বলল,
— “কারণ আমি তোমাকে এমন জিনিস দেখাবো, যা দেখলে তুমি না হেসে থাকতে পারবে না!”
জামাই অবাক!
বউ আস্তে করে জামাইয়ের কানে বলল,
— “আমি রাতে ঘুমোতে ঘুমোতে কথা বলি, আর তখন এমন কিছু বলি… যা শুনলে তুমি হেসে উঠবে!”
জামাই বলল,
— “ওরে বাবা! তাহলে আজ রাতে তো গোপন কথার ফাঁদ!”
বউ মুচকি হেসে বলল,
— “তাই তো! কথা শুনে হাসতে নেই, হাসলে সব বন্ধ!”
সারারাত জামাই চেষ্টা করলো হেসে না ফেলতে — শেষে ভোরবেলা একবার বউ বলল,
— “আমার জামাই বাচ্চা!”
জামাই হেসে অজ্ঞান! শর্ত ভেঙে গেল — আর বউ মজা নিয়ে বলল,
— “এইবার বাকি গল্প আগামীকাল!” 😉