এক জেলের জালে একবার এক মৎসকণ্যা ধরা পড়ে

এক জেলের জালে একবার এক মৎসকণ্যা ধরা পড়ে। মৎসকণ্যা জেলেকে বলে আমাকে যদি তুমি ছেড়ে দাও তাহলে আমি তোমার তিনটি ইচ্ছা পূর্ণ করব। জেলে তখন মৎসকণ্যার কাছে তিনটি জিনিস চাইল।
জেলের প্রথম ইচ্ছা - আমার বউ যেন ক্যাটরিনা কাইফের চেয়ে সুন্দরী হয়ে যায়। 
মৎসকণ্যা - অকে ডান। তার বউ ক্যাটরিনা কাইফের চেয়ে সুন্দরী হয়ে গেল। ফোনে ভিডিও কল দিয়ে জেলে নিশ্চিত হয়ে গেল। বাহ্
জেলের দ্বিতীয় ইচ্ছা - আমার বাড়িটি ও সব আসবাবপত্র সোনা দিয়ে বানিয়ে দাও।
মৎসকণ্যা - অকে ডান। ফোনে ভিডিও কল দিয়ে জেলে নিশ্চিত হয়ে গেল। বাহ্
জেলের তৃতীয় ইচ্ছা - আমার বুদ্ধি দ্বিগুন করে দাও। 
মৎসকণ্যা - হায় হায় বল কি! ঠিকমত চিন্তা করে বল। আরো কত কিছু চাওয়ার আছে। 
জেলে - না তুমি তাই করে দাও। আমি অন্য কিছু চাই না। 
মৎসকণ্যা - অকে ডান। জেলে সাথে সাথে পুরুষ থেকে মহিলা হয়ে গেলে।
কি বুঝলেন