নতুন বউ বিয়ের রাতেই জামাইকে জিজ্ঞেস করল,
— “শোনো, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো?”
জামাই গম্ভীর গলায় বলল,
— “হ্যাঁ, জান! তুমি না থাকলে তো আমি ঘুমোতেই পারি না…”
বউ লাজুক গলায় বলল,
— “তাহলে শোনো, আজ রাতে আমিও তোমার সাথে খেলবো!”
জামাই চোখ বড় বড় করে বলল,
— “কী খেলা?”
বউ বলল,
— “তুমি যদি একবারও শ্বাস নাও, তাহলে আমাকে একটা নতুন গিফট দিতে হবে!”
জামাই অবাক হয়ে বলল,
— “ওরে বাবা! তাহলে তো আমাকে নিঃশ্বাস বন্ধ করেই থাকতে হবে!”
বউ মিষ্টি হেসে বলল,
— “তাহলে শ্বাস বন্ধ রাখো, আমি meanwhile ফেসবুকে স্ট্যাটাস দেই – ‘আমার জামাই নিঃশ্বাসও নেয় না!’”
সারারাত গিফট আর ফেসবুকের লড়াই – কে জিতলো, সেটা আপনিই ভেবে নিন! 😉